২৬ দিন বন্ধ থাকার পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
২৬ দিন বন্ধ থাকার পর আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। চলেছে স্বল্প দূরত্বের মেইল ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বিকেল ৫টা থেকে। দেয়া হচ্ছে আগাম ১০ দিনের টিকিট। ট্রেন চলাচল শুরু হলে প্রতিদিন চলাচল করতে পারবে প্রায় আড়াই লাখ যাত্রী।