কফিন-মিছিল

শহীদ হাসানের মরদেহ নিয়ে কফিন মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি
আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শহীদ হাসানের কফিন নিয়ে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার জুম'আর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়।

দেশকে যেকোনো মূল্যে ফ্যাসিবাদ মুক্ত করার অঙ্গীকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার রাতে শহীদ আবুল কাশেমের জানাজা শেষে কফিন মিছিলে ছাত্রনেতারা বলেন, সব শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া দেশকে যেকোনো মূল্যে ফ্যাসিবাদ মুক্ত করা হবে বলেও অঙ্গীকার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা-কফিন মিছিল
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত শিক্ষার্থীদের জন্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে।