কফ সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে তামিলনাড়ুর রাজ্য সরকার
বিষাক্ত ডাইথাইলিন গ্লাইকলের মাত্রারিক্ত উপস্থিতির কারণে ভারতের তিনটি ওষুধ কোম্পানির কফ সিরাপের ওপর সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি এ সিরাপগুলো বিশ্বের অন্যান্য দেশে ব্যবহার হলে তা সংস্থাটিকে জানাতে বলা হয়েছে। এদিকে কফ সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালসের লাইসেন্স বাতিল করেছে তামিলনাড়ুর রাজ্য সরকার। সম্প্রতি কোল্ডরিফ নামে ওষুধ পানে ভারতের তিন রাজ্যে মারা যায় অন্তত ২২ শিশু।