কপ-থার্টি সম্মেলনের প্রবেশপথে আদিবাসীদের বিক্ষোভ; জলবায়ুর বিরুদ্ধে অবস্থান ট্রাম্পের
‘বনে শিল্পায়ন বন্ধ হোক, আমাদের জমি বিক্রির জন্য নয়’ এমন প্রতিবাদী স্লোগানে, কপ-থার্টি সম্মেলনের প্রবেশপথে ব্যাপক বিক্ষোভ করেছেন আদিবাসীরা। সম্মেলনের ভেন্যুতে ঢুকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের মাত্রা কমানোর দাবিতে পরিবেশকর্মীদের বিক্ষোভ হয়েছে অনুষ্ঠানস্থলের বাইরেও। এদিকে ট্রাম্পের জলবায়ুবিরোধী অবস্থানের বিরুদ্ধে গিয়ে ক্যালিফোর্নিয়াকে সবুজ করে গড়ে তুলতে চেয়েছেন রাজ্যটির ডেমোক্রেটিক গভর্নর।