চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকটে ভোগান্তি; বিলম্বে ক্ষতিগ্রস্ত আমদানিকারক
স্ক্যানার সংকটে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি নিতে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। সচল ৬টি স্ক্যানারের মধ্যে চালু আছে বর্তমানে দুটি। এতে পণ্য পেতে বিলম্ব হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারক, গুণতে হচ্ছে অতিরিক্ত স্টোর রেন্ট। আইসিডিগুলোর অভিযোগ, প্রায় সময় স্ক্যানার বিকল থাকায় বন্দর থেকে চাহিদা অনুযায়ী আমদানি পণ্য ডিপোতে নেয়া যাচ্ছে না। যদিও এনবিআরের কেনা নতুন ৪টি স্ক্যানার চালু হলে সংকট থাকবে না বলে প্রত্যাশা চট্টগ্রাম কাস্টম হাউজের।