কনটেইনার চুরি

চট্টগ্রাম বন্দরে ৯ মাসে তিন কনটেইনার চুরি, ক্ষতির মুখে বিডাররা
নিলামে বিক্রি করা ৪৮ লাখ টাকার ফেব্রিকসসহ চট্টগ্রাম বন্দর থেকে ফের গায়েব আরেকটি কনটেইনার। এ নিয়ে গেল ৯ মাসে দুই কোটি টাকার কাপড়সহ নিলামের ৩টি কনটেনার চুরি হলেও হদিস মেলেনি একটিরও। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি করলেও কোন কূলকিনারা করতে না পারায় ক্ষতির মুখে বিডাররা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, পণ্যের খোঁজ মিলবে কি-না সেটি চূড়ান্তভাবে জানাতে বন্দরকে একাধিক চিঠি দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ কোন উত্তর না দেয়ায় বিডারদের অর্থ ফেরত দেয়া যাচ্ছে না।

চট্টগ্রাম বন্দরে চুরির এক মাসেও শনাক্ত হয়নি জড়িতরা
চট্টগ্রাম বন্দরের সুরক্ষিত এলাকায় কনটেইনার থেকে ৩৮ লাখ টাকার ল্যাপটপ চুরি ও আটটি কনটেইনারে চুরির চেষ্টায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। এক মাসেও জড়িতদের শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। এতে ক্ষুণ্ন হচ্ছে বন্দরের সুনাম। শিগগিরই পদক্ষেপ না নিলে বড় অঘটনের শঙ্কা তাদের।