ইউরোপীয় বাছাইয়ে উত্তেজনা, চলতি সপ্তাহে নিশ্চিত হবে ৮ দল
জমে উঠেছে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেই লড়াই। ৪৮ দলের বিশ্বকাপে এরমাঝেই নিশ্চিত হয়েছে ৩০ দলের জায়গা। চলতি সপ্তাহেই নিশ্চিত হবে ইউরোপের আরও ৮ দল। আয়োজক ৩ দেশ খেলবে সরাসরি। পাশাপাশি কনকাকাফ অঞ্চল থেকেও থাকছে ৩টি স্পট। যার মাঝে দুটি নিশ্চিত হবে চলতি সপ্তাহেই।