স্বর্ণযুগে বিটকয়েন, গড়ছে নতুন সব রেকর্ড
ধারাবাহিক রেকর্ড ভেঙে, একের পর এক নতুন রেকর্ড গড়ছে বিটকয়েন। প্রবেশ করেছে নতুন স্বর্ণযুগে। সোমবার বিশ্বের শীর্ষ ক্রিপ্টোমুদ্রার দর ছাড়িয়ে যায় এক লাখ সাত হাজার ডলার। নতুন বছরে বিটকয়েনের দাম দুই লাখ ১০ লাখ ডলারও ছাড়িয়ে যেতে পারে বলে আভাস বাজার গবেষণা প্রতিষ্ঠানের। ঊর্ধ্বমুখী অন্যান্য ক্রিপ্টোমুদ্রাও।