ওজনে গড়মিলে ক্ষতিগ্রস্ত পোশাক রপ্তানি
ওজনে সামান্য গড়মিল, টাইপিংয়ে ভুল ও এইচএস কোড জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরি পোশাক রপ্তানি। বিজিএমইএ'র তথ্যমতে, তৈরি পোশাক পিস হিসেবে রপ্তানির কথা থাকলেও গত দুই বছর আইসিডিতে কার্টন খুলে পোশাকের ওজন পরিমাপ করছে চট্টগ্রাম কাস্টম হাউস।