'জনগণকে বাদ দিয়ে কিছু করা যাবে না, ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন চায় বিএনপি'
সংস্কার ও নির্বাচন নিয়ে মতভেদ দূর করতে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ বিষয়ক সংলাপে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে বাদ দিয়ে কিছু করা যাবে না, ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন চায় বিএনপি। আর পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ঐক্য বিনষ্ট হচ্ছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যথাযথ সংস্কারে সময় দিতে প্রস্তুত তারা। এ সময় সংবিধান সংস্কার কমিশন প্রধান ও উপদেষ্টাদের মত, চলমান সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রক্ষা সম্ভব হবে না।