অর্থনীতি আর দ্রব্যমূল্য নিয়ে এক লাখ ৪০ হাজার কোটি ডলারের জুয়া খেলায় অবতীর্ণ হয়েছেন ট্রাম্প। অঙ্কটি তার বিগত মেয়াদে ভিনদেশি পণ্যে আরোপিত শুল্কের তিন গুণের বেশি। ট্রাম্পের আগ্রাসী শুল্কযুদ্ধে হিতে বিপরীত হবে বলে শঙ্কা বিশ্লেষকদের। শুল্ক কার্যকরের আগেই এর প্রভাবে পতন দেখছে বিশ্ব ক্রিপ্টোবাজার ও এশিয়ার পুঁজিবাজার।