ঈদের আগে অনলাইনে বিক্রি বাড়লেও আছে প্রতারণার হাতছানি। এতে করে বিপাকে পড়ছেন সৎভাবে ব্যবসা করা ই-কমার্স আর এফ-কমার্স প্রতিষ্ঠানগুলো। ব্যবসায়ীরা বলছেন, প্রতারণা এড়াতে বিশ্বস্ত অনলাইন শপ আর রিভিউ দেখে পণ্য কিনতে হবে গ্রাহককে। পণ্য যা দেখানো হচ্ছে তাই গ্রাহককে দিতে হবে, সেটা না করা গেলে ই-কমার্স ব্যবসা এগোবে না বলে মনে করেন খাত বিশেষজ্ঞরা।