বসন্ত-ভালোবাসায় রঙিন ঢাকা বিশ্ববিদ্যালয়
শহরজুড়ে আজ উৎসবের রঙ। বসন্ত-ভালোবাসায় আরও রঙিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাল্গুনের প্রভাতে চারুকলার বকুলতলায় বসে নাচ-গানের আসর। জীর্ণ পাতার মতো সব না পাওয়াকে পেছনে ফেলে সুন্দর এক বাংলাদেশের প্রত্যাশা উৎসবে সামিল প্রতিটি মানুষ।