জনসচেতনতার অভাবে শনাক্তের বাইরে থাকছে অনেক যক্ষ্মা রোগী
প্রচেষ্টার পক্ষে কাজ করছে নারী মৈত্রী
দেশে যক্ষ্মা চিকিৎসায় সাফল্যের হার ৯৭ শতাংশ। কিন্তু উন্নত ও বিনামূল্যে চিকিৎসা থাকা সত্ত্বেও জনসচেতনতার অভাব ও সামাজিক কুসংস্কারের কারণে ব্যাপক সংখ্যক রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছে। গতকাল (সোমবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ( সুরমা হল) আয়োজিত ‘যক্ষ্মা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব ও সুশাসন প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা জানান বক্তারা।