জাপানের সুপারশপ কিনছে কানাডার প্রতিষ্ঠান
জাপানি সুপারশপ চেইন 'সেভেন-ইলেভেন' কিনতে আগ্রহ প্রকাশ করেছে কানাডার সুপারশপ জায়েন্ট 'অ্যালিমেন্টেশন কুশ-টার্ড'। সোমবার (১৯ আগস্ট) সেভেন-ইলেভেনের মালিকানাধীন প্রতিষ্ঠান 'সেভেন অ্যান্ড আই হোল্ডিং' জানায়, এ জন্য কুশ-টার্ড তিন হাজার ৮০০ কোটি ডলার পর্যন্ত খরচ করতে রাজি আছে। জাপানের ইতিহাসে এর আগে কখনোই এত বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানের মালিকানা হস্তান্তরের প্রস্তাব আসেনি বলে নিশ্চিত করেছে আই হোল্ডিং।