গাজায় যুদ্ধবিরতি চুক্তি: উল্লাসে মেতেছে পশ্চিমা দেশগুলো!
১৫ মাসের নৃশংস হত্যাযজ্ঞের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে উচ্ছ্বাস প্রকাশে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। ইরান, জর্ডান কিংবা সিরিয়া নয়, উল্লাস করছেন কানাডা, যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলোও। গণহত্যা বন্ধে ইসরাইলকে রাজি করাতে অনেক বেশি দেরি করে ফেললেও ফিলিস্তিনের সমর্থকদের দাবি, ইসরাইল যেন হামাস নির্মূলের নামে এই গণহত্যা আর শুরু করতে না পারে, সেদিকে, সজাগ দৃষ্টি রাখতে হবে পশ্চিমা আর আরব বিশ্বকে।