বছরের শুরুতেই চার দফায় বেড়েছে রডের দাম। এছাড়া ও সিমেন্ট, বালু, রঙসহ সব নির্মাণসামগ্রীর দামও বেড়েছে ২৫ থেকে ৪০ শতাংশ। ক্রমাগত দাম বৃদ্ধির প্রভাব পড়েছে আবাসন খাতে, বাড়ছে উন্নয়ন প্রকল্প ব্যয়।