বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছাতে একসঙ্গে কাজ করবে উইকেয়ার ও থনবুরি হাসপাতাল
বাংলাদেশের রোগীদের জন্য সহজলভ্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে উইকেয়ার এবং থনবুরি বামরুংমুয়াং হাসপাতাল। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) আয়োজিত স্বাস্থ্যসেবা বিষয়ক এক সেমিনারে এ কথা জানানো হয়।