বাঙালির মুক্তিসংগ্রামের পথ চিরতরে বন্ধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ ঘুমন্ত মানুষের ওপর গণহত্যা শুরু করে ইয়াহিয়া বাহিনী। পরিকল্পিত হত্যাকাণ্ডের নাম দেওয়া হয় 'অপারেশন সার্চলাইট'। সরকারি তথ্য বলছে, এক রাতেই শহীদ হন প্রায় ১০ হাজার মানুষ। ৭১'র মতোই '২৪ এর আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে, যা একই সূত্রে গাঁথা। দুই প্রেক্ষাপটে হলেও শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।