লেবাননে প্রাণঘাতি আগ্রাসী হামলা চালিয়েও হিজবুল্লাহকে দুর্বল করতে পারছে না ইসরাইল। উল্টো হিজবুল্লাহ বলছে, যুদ্ধের এখনও কিছুই দেখেনি ইসরাইল, তাদের সঙ্গে লড়াই সবেমাত্র শুরু হয়েছে। এতে চরম চাপে থাকা ইসরাইলি বাহিনী লেবাননে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের ওপর টানা তৃতীয়দিন হামলা চালিয়েছে। বেপরোয়া এই আচরণের বিরুদ্ধে হুঁশিয়ার দিয়েছে ফ্রান্স ও ইতালি।