গোপালগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের করুণ দশা। অযত্ন আর অবহেলায় ধুঁকছে আর্ন্তজাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামটি। দীর্ঘদিন হলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মাঠ। ক্রিকেট খেলাকে এগিয়ে নিতে স্টেডিয়ামটি ব্যবহার করে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি ক্রিকেটপ্রেমীদের।