আজ থেকে ইলিশের বাড়ি ভোলা: প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের এক-তৃতীয়াংশ ইলিশের উৎপাদনকারী জেলা ভোলা, আজ থেকে ইলিশের বাড়ি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, 'এখানে সত্যি কারের জেলেরা প্রচুর পরিশ্রম করেন তারা আইন ভঙ্গ করেন না। কিছু মুনাফা লোভী ব্যবসায়ীরা নিষেধাজ্ঞাকালীন ইলিশ শিকারের সাথে জড়ি।' আজ (মঙ্গলবার, ২২ অক্টোবর) দুপুরে ভোলা সদরের ভোলার খাল সংলগ্ন মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভায় তিনি এসব কথা বলেন।