ট্রাম্প শপথ নেয়ার আগেই নিজেদের আখের গুছিয়ে রাখছে ইরান
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই নিজেদের আখের গুছিয়ে রাখছে ইরান। রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির একদিন পরই গোপন নৌ-ঘাঁটির খবর দিল দেশটি। যেখানে রয়েছে ক্রুজ মিসাইল বহনকারী অগণিত স্পিডবোট।