লিওনেল মেসি: পতন-পুনরুত্থানে গড়া এক অনন্ত বিস্ময়ের মহাকাব্য
লিওনেল মেসি ফুটবল নামের শিল্পকলার এক অনন্ত বিস্ময়। তার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন আগের চেয়েও দৃঢ় হয়ে। প্রত্যাশার পাহাড়, জাতীয় দলের গৌরবের ভার, আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার এক অনমনীয় ইচ্ছা সব মিলিয়ে তার গল্প যেন সেলুলয়েডের অংশ।