শক্তিশালী ঝড় আয়ো-উইনের পর এবার ঘূর্ণিঝড় হার্মেনিয়ায় প্রভাবে বন্যার কবলে ইউরোপের পশ্চিমাঞ্চল। ৪০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা দেখেছে ফ্রান্সের শহর রেনে। ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন। তিন শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে, সমারসেটসহ যুক্তরাজ্যের ৩০ অঞ্চলও রয়েছে বন্যা সতর্কতার আওতায়। আকস্মিক বন্যা দেখা দিয়েছে ইতালিতেও।