ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নীতির পাল্টা প্রতিক্রিয়ায় এবার রাশিয়াকে চাপে রাখার কৌশল নিয়েছে ইউরোপীয় নেতারা। বিশ্লেষকরা বলছেন, অস্ত্র বিরতির আলোচনা থেকে ইউরোপকে আলাদা করায় ওয়াশিংটনের প্রচ্ছন্ন ছায়া থেকে বের হতে চাইছে পশ্চিমা বিশ্ব। পাশাপাশি তাদের আশঙ্কা, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সহাবস্থান, বিশ্বজুড়ে ক্ষমতার নতুন মেরুকরণের ইঙ্গিত দেয়।