ইউক্রেনের-প্রতিরক্ষা-গোয়েন্দা

ইউক্রেনে ইরানের পাশাপাশি উত্তর কোরিয়ার সমরাস্ত্র ব্যবহার করছে রাশিয়া

ইউক্রেনে সেনা অভিযানে ইরানের পাশাপাশি উত্তর কোরিয়ার সমরাস্ত্র ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, চলতি বছর দেশটিতে যেসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেগুলোর বেশিরভাগই উত্তর কোরিয়ার তৈরি, কিন্তু যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ থেকে আমদানি করা। সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণ বলছে, এই যন্ত্রাংশগুলো কোন মাধ্যম হয়ে উত্তর কোরিয়াতে পৌঁছেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তারা। তবে তারা বলছেন, এই যন্ত্রাংশ পশ্চিমা দেশ থেকে চীন হয়ে উত্তর কোরিয়াতে গেছে, এই সরবরাহ ব্যবস্থায় জড়িত ছিল মার্কিন অনেক কোম্পানি।