ইউক্রেনের-জ্বালানি-অবকাঠামো

ইউক্রেনে ২ দিনে শতাধিক ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

দু'দিনে ইউক্রেনে শতাধিক ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনজুড়ে বিদ্যুতের গ্রিডে এসব হামলায় হিমাঙ্কর নিচে তাপমাত্রায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ১০ লাখের বেশি মানুষ। পরবর্তী লক্ষ্য কিয়েভের 'সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র', ছোঁড়া হবে নতুন ওরেশনিক হাইপারসনিক মিসাইল, শক্তিতে যা পারমাণবিক অস্ত্রের সমতুল্য। এমন হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের। তার দাবি, ইউক্রেনকে পশ্চিমাদের দেয়া অস্ত্রের চেয়ে ১০ গুণ শক্তিশালী রাশিয়ার অস্ত্রের মজুত।