দেয়ালচিত্রে রুশ আগ্রাসনের চিত্র ফুটিয়েছেন ভলোদিমির মানজোস
যুদ্ধবিধ্বস্ত যেকোনো দেশে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় সেই দেশের শিল্প ও সংস্কৃতি। গান, কবিতা কিংবা ছবির মাধ্যমে ফুটে ওঠে প্রতিবাদের ভাষা। তেমনই একজন ইউক্রেনীয় শিল্পী রুশ আগ্রাসনের চিত্র ফুটিয়ে তুলেছেন তার দেয়ালচিত্রের মাধ্যমে। তার আশা অচিরেই শেষ হবে যুদ্ধ, ফিরবে শান্তি।