ইউক্রেন-ব্রিটেন-সম্পর্ক

ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে আন্তঃমহাদেশিয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এমন দাবি করেছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যের মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালানোর পর নিপ্রো শহরে আইসিবিএম এর পাশাপাশি কিনঝাল ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা করেছে মস্কো। এর আগে ১২টি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে রাশিয়ার একটি কমান্ড পোস্ট গুড়িয়ে দেয় ইউক্রেনের সেনারা। স্টারমার প্রশাসনের অনুমতি ছাড়াই হামলা চালানোয় ইউক্রেন-ব্রিটেন সম্পর্কে ধরেছে ফাটল। বিশ্লেষকদের দাবি, পশ্চিমাদের সর্বাত্মক সহায়তাও কিয়েভের পতন ঠেকাতে যথেষ্ট নয়।