হাতে কার্ড না থাকার পরেও খেলে যাচ্ছেন জেলেনস্কি। আর এতে প্রাণ হারাচ্ছেন লাখো মানুষ। তাই সংঘাত নিরসনে ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদের চুক্তি করার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, চুক্তিতে রাজি হতে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধের হুমকি দেয়া হয়েছে ইউক্রেনকে।