ইউএন-এইড

ইসরাইল-হামাস সংঘাতে তিন শতাধিক মানবাধিকার কর্মী নিহতে উদ্বেগ জাতিসংঘের

ইসরাইল-হামাস সংঘাত শুরুর পর থেকে এখনও পর্যন্ত রেকর্ড তিন শতাধিক মানবাধিকার কর্মী নিহত হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২২ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন স্থানে নিহত জরুরি সেবায় নিয়োজিত কর্মীর সংখ্যা ২৮১ জন। যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। আর, ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া 'ইউএন এইড ওয়ার্কার ডাটা বেইজে'র তথ্য বলছে, চলতি বছর শুধুমাত্র ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১৭৮ জন মানবাধিকার কর্মী নিহত হয়েছে, যা গেল বছরের পরিসংখ্যানও ছাড়িয়ে গেছে।