ক্রিসমাস ঘিরে দেশে দেশে শুরু হয়েছে আলোকৎসব
খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিনের মৌসুম ঘনিয়ে আসতেই দেশে দেশে শুরু হয়েছে আলোকৎসব। এরমধ্যেই নজর কেড়েছে লন্ডন এবং বার্লিন শহরের ক্রিসমাস আলোকসজ্জা। যীশুর জন্মস্থান হিসেবে পরিচিত অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরেও দুই বছর পর আনন্দময় এবং উৎসবমুখর বড়দিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।