যুদ্ধকবলিতদের ত্রাণকে 'হাতিয়ার' হিসেবে ব্যবহার করছে ইসরাইল: জাতিসংঘ
গাজার উত্তরাঞ্চলে জোরেসোরে চলছে ফিলিস্তিনি নির্মূল অভিযান। ১৭ দিনের কঠোর অবরোধের মধ্য সেখানে ৬৫০ মানুষকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। ঠেকিয়ে রাখা হয়েছে উদ্ধারকাজ। যুদ্ধকবলিত মানুষের জন্য পাঠানো ত্রাণকে ইসরাইল 'হাতিয়ার' হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ জাতিসংঘের। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর আর্থিক অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার অভিযানও অব্যাহত রয়েছে। পাল্টা রকেট হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটিও।