আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা আয়োজনের ঘোষণা কাতারের
আগামী ২৭ মার্চ আর্জেন্টিনা–স্পেনের ফিনালিসিমা আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। এ ম্যাচকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হবে কাতার ফুটবল ফেস্টিভাল ২০২৬। যেখানে মেসি ও লামিন ইয়ামালের সঙ্গে দেখা যাবে মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকেও।