গুগল-এনবিসি ইউনিভার্সালের চুক্তি স্বাক্ষর
ইউটিউব টিভিতে অনুষ্ঠান চালু রাখার জন্য গুগল ও এনবিসি ইউনিভার্সালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত (বৃহস্পতিবার, ২ অক্টোবর) এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অ্যালফাবেটের গুগল এবং কমকাস্টের মালিকানাধীন এনবিসি ইউনিভার্সাল ‘সানডে নাইট ফুটবল’ এবং ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ এর মতো এনবিসি অনুষ্ঠানগুলিকে ইউটিউব টিভিতে রাখার জন্য মাল্টি ইয়ার অ্যাগ্রিমেন্ট সাইন করেছে।