আমেরিকা-ফার্স্ট

ট্রাম্পের পাশে অভিজাত শ্রেণির আধিপত্য, আবারো মূল্যস্ফীতির চাপে পিষ্ট হওয়ার শঙ্কা

যুদ্ধ থেকে অভিবাসন নীতি, এরপর চড়া শুল্কারোপ- দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার আগেই যেসব পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তা নিঃসন্দেহে শত্রু আর মিত্র দেশগুলোর জন্য 'আমেরিকা ফার্স্ট' বার্তা- এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের আশপাশে অভিজাত শ্রেণির আধিপত্য থাকায় শঙ্কা রয়েছে, সাধারণ মার্কিনরা এবারও পিষ্ট হবে মূল্যস্ফীতির চাপে। অভিবাসীদের দেশ থেকে বের করে দিলে চড়া মূল্য দিতে হবে মার্কিন অর্থনীতিকে, এমনটাই মত বিশ্লেষকদের। এমনকি আমদানি পর্যায়ে শুল্কারোপে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কাও তাদের।