বাজারে উঠেছে মৌসুমের প্রথম আম
দেশের বাজারে উঠতে শুরু করেছে মৌসুমের প্রথম আম। সাতক্ষীরায় বাগান থেকে আম নামানো শুরুর পর ঝুড়িতে যাচ্ছে বড় বাজারে। এরপর নিলামে বেচাকেনার পর নিয়ে যাচ্ছেন ঢাকাসহ বিভিন্ন প্রান্তের পাইকাররা। প্রথমপর্যায়ে পাড়া হচ্ছে বোম্বাই, গোলাপখাস ও গোবিন্দভোগ।