১৭ দিন পর আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিলেন কলকাতার আরজি কর হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন তারা। এছাড়া পূর্বঘোষিত স্বাস্থ্য ধর্মঘটও তুলে নেয়া হয়। তবে আন্দোলনকারীদের দাবি, ভুক্তভোগীর অভিভাবকের অনুরোধে তারা এসব কর্মসূচি থেকে সরে এসেছেন। দাবি আদায়ে নতুন করে তীব্র আন্দোলনের পরিকল্পনার কথাও জানান তারা।