প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরাইল। আন্দোলনে নেমেছে দেশটির কয়েক লাখ মানুষ। বৃহত্তম ট্রেড ইউনিয়নের প্রায় ৮ লাখ শ্রমিকদের ধর্মঘটের কারণে কয়েক ঘণ্টার ব্যবধানে ধস নামে ইসরাইলের বাণিজ্যে। আন্দোলনে যোগ দেয় দুই শতাধিক কোম্পানির বিজনেস ফোরামের কর্মীসহ শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, জরুরি পরিষেবা কর্মীরা। সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে বহু সরকারি অফিস। ধর্মঘট চলে গণপরিবহন ও রেলপথে।