যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে পাঁচজনের মৃত্যু, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতটি অঙ্গরাজ্যে এখনও বিরাজ করছে জরুরি অবস্থা। বৈরি আবহাওয়ায় বাতিল ও বিলম্বিত হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে যুক্তরাজ্যে তীব্র তুষারপাতের পর দেখা দিয়েছে বন্যা। বেশকিছু অঞ্চলে বন্ধ হয়ে গেছে যান চলাচল।