পোড়াদহের ‘জামাই মেলা’
অগ্রবর্তী দল চলে যায় দিনের বাসে। আমরা চারজন রাত এগারোটার বাসে। বগুড়ার সাতমাথায় যখন নামি, তখন চারিদিকে কুয়াশামাখা ভোর। দশ হাতের দূরের জিনিসও অস্পষ্ট। তবে বাস থেকে নেমে একটু অবাক হই। উত্তরবঙ্গের শীত বলে একটা কথা শুনে আসছি। সেই প্রস্তুতি রয়েছে আমাদের। অথচ শীত তেমন করে টের পাচ্ছি না। মানুষের মনের মতো প্রকৃতির হালচাল বোঝাও মুশকিল!