আকাশছোঁয়া শাক সবজির দামে দিশেহারা ক্রেতা
এক আঁটি লাল শাক ৫০ টাকা, এক কেজি শিম ৩২০। নতুন আসা শীতের সবজিও ২০০ টাকা আর ৭০-৮০ টাকার নিচে নেই কোন সবজি। এমন আকাশছোঁয়া শাক সবজির দামে দিশেহারা চট্টগ্রামের ক্রেতারা। সাহস করে এক কেজি সবজি কিনতে না পেরে এক পোয়া বা আধাকেজি কিনে ফিরছেন অনেকে। এক মাসের ব্যবধানে এমন দ্বিগুণ দাম বাড়ার পেছনে সরকারের নজরদারির ব্যর্থতাকে দুষছেন ক্রেতা বিক্রেতারা।