অপরাধীদের স্বর্গরাজ্য রাজধানীর পূর্বাচল-হাতিরঝিল ও দিয়াবাড়ি
হাঁসের মাংস খেতে চলে যাচ্ছেন পূর্বাচল? রাতের স্নিগ্ধতা উপভোগ করতে যাচ্ছেন হাতিরঝিল? কিংবা পরিবার নিয়ে মুক্ত হাওয়ায় ঘুরতে যাচ্ছেন দিয়াবাড়ি? সর্বস্ব হারানোর আগে আপনি জানতেই পারছেন না শিকারি চিলের মতো আপনার জন্য অপেক্ষা করছে অপরাধীরা। ধারালো অস্ত্রের আঘাতে সর্বস্ব কেড়ে নিয়ে এ সব অপরাধীরা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে। সমাজ বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঢাকার দর্শনীয় স্থানগুলো, তাই সুযোগ নিচ্ছে অপরাধীরা।