উট ও দুম্বা উঠতে শুরু করেছে গাবতলীর হাটে
ব্যাপারির কাছে বিক্রি করতে নয়; ভালো দাম পেতে বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে গাবতলী হাটে হাজির হয়েছেন অনেকেই। কৃষকদের নিজের পোষা অনেক পশুর দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা পর্যন্ত। কেউ কেউ নিজের লালন-পালন করা পশুকে ভালোবেসে দিয়েছেন পছন্দের নামও। সঙ্গে মরুভূমির জাহাজ খ্যাত উট আর দুম্বাও উঠতে শুরু করেছে হাটে।