যেকোনো মূল্যে গাজায় যুদ্ধ বন্ধ করতে চান বলেই ইসরাইলকে হাতে রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সাথে জড়িয়ে আছে মার্কিনদের অর্থনৈতিক স্বার্থও। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ঠিক এ কারণে একদিকে গাজা পুনর্গঠনের পরামর্শ ও অন্যদিকে ইসরাইলকে দু'হাজার পাউন্ডের বোমা পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকরা আরও বলছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প, আর তাই আগামী দিনে সে উদ্দেশ্য পূরণেও ইসরাইলকে ব্যবহার করবেন তিনি।