যুদ্ধ উত্তেজনায় সারাবিশ্বে অর্থনৈতিক সংকট বাড়ছে
পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ উত্তেজনায় বিশ্বের অর্থনৈতিক সংকট বাড়ছে। তবুও যুদ্ধ থামানোর কোনো পদক্ষেপ না নিয়ে মিত্রদের হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে সংঘাতময় পরিস্থিতিকে আরও জটিল ও সময়সাপেক্ষ করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ সংঘাত চলছে আর এতে সহযোগিতা করছে, এমন দেশগুলোর মধ্য দিয়ে বিশ্বের জ্বালানি তেল বাণিজ্যের অনেকাংশই পরিচালিত হওয়ায় ঝুঁকিতে পড়তে পারে এই বাণিজ্য।