দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক
দুই দশক পর আজ ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক। দীর্ঘ বিরতির পর এ বৈঠকে মৌলিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে দুই দেশ। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা আর পাকিস্তানের পক্ষে দেশটির পেট্রোলিয়ামবিষয়ক মন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের উঠতি মধ্যবিত্ত ভোক্তা শ্রেণির চাহিদা পূরণে দেশটির বাজার ধরতে ‘মুক্ত বাণিজ্য’ চুক্তির সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে।