পঞ্চগড়ে পান চাষে সফল চাষিরা, দুদিনের হাটে বিক্রি ১৫ লাখ টাকা
এক সময় নানা শস্য আবাদ করে লোকসানের বোঝা টানলেও এখন পান চাষ করে ভাগ্য ফিরেছে পঞ্চগড়ের ৫ থেকে ৭'শ চাষির। পান চাষিদের পাশাপাশি বদলে গেছে এলাকার আর্থ সামাজিক চিত্রও। সপ্তাহে দুদিনের হাটে বিক্রি হয় ১০ থেকে ১৫ লাখ টাকার পান। যা জেলার চাহিদা মিটিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে।