অন্তঃসত্ত্বা-নারী  

দিল্লীতে বায়ুদূষণে উদ্বেগে অন্তঃসত্ত্বা নারীরা

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লী। দূষণের কারণে শ্বাস-প্রশ্বাসের জটিলতা বাড়তে পারে, এমন আশঙ্কায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ধোঁয়া আর কুয়াশার পুরু আস্তরণে দৃষ্টিসীমা নেমে এসেছে ১০০ মিটারে। এর মধ্যে অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পড়েছেন রাজধানী নয়াদিল্লির অন্তঃসত্ত্বা নারীরা। যে শহর প্রাণভরে নিশ্বাস নেয়ার নিশ্চয়তাও দেয় না, সেখানে কীভাবে বড় করবেন নবজাতককে?

ডেঙ্গুতে আক্রান্তের পাশাপাশি মৃত্যুঝুঁকির শীর্ষে অন্তঃসত্ত্বা নারীরা

দ্বিতীয়বার আক্রান্তের ক্ষেত্রে এগিয়ে পুরুষরা

চলতি বছর ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীদের আক্রান্তের হার বেড়েছে পাশাপাশি প্লাটিলেট কমে যাওয়ায় রয়েছে মৃত্যুঝুঁকিতেও। এছাড়া নারীদের মৃত্যুহার এ বছর পুরুষদের চেয়ে বেশি। তবে দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তের ক্ষেত্রে এগিয়ে পুরুষরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আইসিইউতে ভর্তি রোগীদেরই মৃত্যু বেশি।